ইনসাইড বাংলাদেশ

বিজয় দিবসে বেনাপোলে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

মহান বিজয় দিবস উপলক্ষে ১২ জন দুঃস্থ মুক্তিযোদ্ধাকে সম্মাননা সনদ ও অর্থিক সাহায্য প্রদান করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী মুক্তিযোদ্ধাদের হাতে এই সনদ ও অর্থ তুলে দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের হোসনা ফেরদৌস সুমী ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম।

অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা ছাড়াও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন বেনাপোল কাস্টমস’র যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম। সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

বাংলাইনসাডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭