ইনসাইড বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঈনুলের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

জামিন পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বেসরকারী একটি টেলিভিশনের টকশোতে এক নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলে লাঞ্ছিত করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাকে ছয়মাসের জামিন দিয়েছেন।

আদালতে মঈনুল হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এফ হাসান আরিফ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

গত ১৬ অক্টোবর একটি বেসরকারী টেলিভিশনের টক শো’তে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামাত নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন মাঈনুল। ঘটনার পরে রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়। মামলায় গত ২২ অক্টোবর তাকে উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাইনসাইডার/এমএস/বিকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭