ইনসাইড বাংলাদেশ

মাহবুব তালুকদারের বক্তব্য অসত্য: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্য তার ব্যক্তিগত এবং অসত্য।’

আজ মঙ্গলবার রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এসময় সিইসি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নির্বাচনে ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কোনো বিষয় নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে।’

উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের দেওয়া লিখিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার লিখিত উত্তরে বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭