ইনসাইড গ্রাউন্ড

মরিনহোকে বরখাস্ত করল ম্যানইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

হঠাৎ করেই যেন সিদ্ধান্ত নিল ম্যানইউ কর্তৃপক্ষ! যদিও মৌসুমের শুরুটা ভালো ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। তার উপর থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৩-১ গোলে লজ্জাজনক হার। লিগে ষষ্ঠ অবস্থানে খাবি খেতে থাকা দলটির কোচ হিসেবে হোসে মরিনহোকে রেখে দেওয়ার আর কোনো যৌক্তিকতা খুঁজে পেল না ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে ছাঁটাইয়ের কারণ থাকলেও ক্লাব কর্তৃপক্ষের এহেন তাড়াহুড়ো সিদ্ধান্ত বিপত্তিতেই ফেলতে পারে রেড ডেভিলদের!   

তবে, সবচেয়ে বড় কারণ মূলত নিজেদের অন্তঃদ্বন্দ্ব দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার ধরণে। মরিনহোর অধীনে অ্যালেক্সিস স্যানচেজ, রোমেলু লুকাকু, মার্কাস রাশফোর্ড, পল পগবার মত খেলোয়াড়রা ঠিকমতো মেলেই ধরতে পারছেন না নিজেদের। আবার নিজের খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই ঝামেলায় জড়িয়ে শিরোনাম হয়েছেন তিনি। পগবা, মার্সিয়াল, স্যানচেজ, লুক শ- প্রমুখ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবার বাগ্বিতণ্ডা হয়েছে তাঁর।  মনোমালিন্য হয়েছে ক্লাবের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের সঙ্গেও। এই মৌসুমের শুরুতে টোবি অল্ডারভেইরেল্ড, ডিয়েগো গোডিন, কালিদু কোলিবালি, জেরোম বোয়াটেং এর মত খেলোয়াড়কে দলে আনতে চাইলেও ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিরোধে জড়িয়ে তাদের ক্লাবে আনতে পারেননি মরিনহো। আর এসব ভুলগুলোরই মাশুল দিলেন মরিনহো।

ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব, যাদের লক্ষ্যই থাকে সম্ভাব্য সকল শিরোপা জেতা, মরিনহোর অধীনে দলটি যেন নিজেকে আরও বেশি হারিয়ে খুঁজছিল। মরিনহোকে কোচ পদ থেকে ছাঁটাই করার সিদ্ধন্তাটি ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে ইউনাইটেড।

মরিনহোকে ছাঁটাই করে এখনই পাকাপাকিভাবে অন্য কোনো কোচ নিয়োগ দিতে চাচ্ছে না ইউনাইটেড। নির্ভরযোগ্য সূত্রের খবর, এই মৌসুমে বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইউনাইটেডেরই সাবেক ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিককে। এই মৌসুম শেষ হলে পাকাপাকিভাবে অন্য কোচ নিয়োগ দেবে দলটি। নতুন পূর্ণাঙ্গ ম্যানেজার নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত ক্যারিকই কাজ চালিয়ে যাবেন।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭