ইনসাইড বাংলাদেশ

`আ. লীগ আবারও ক্ষমতায় না আসলে উন্নয়ন থেমে যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসলে উন্নয়ন থেমে যাবে। উন্নয়নকে থামিয়ে দেওয়া হবে। পার্বত্য অঞ্চল নিয়ে আওয়ামী লীগের অনেক পরিকল্পনা আছে। পার্বত্য অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।’ আজ মঙ্গলবার বিকালে রাজধানীতে ধানমন্ডিতে নিজ বাসভবন সুধাসদন থেকে বান্দরবান, নড়াইল ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এ অঞ্চলে উচ্চ শিক্ষার ব্যবস্থা আগে ছিল না, আওয়ামী লীগ সরকার ব্যবস্থা করেছে। রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করেছি। এ উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। এ অঞ্চলকে আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই। বান্দরবান হবে পর্যটনের রোল মডেল। আবারও ক্ষমতায় আসলে পুরো পার্বত্য অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে অন্যথায় উন্নয়ন থমে যাবে।’

এরপর আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘২০৪১ এর মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। ২০৭১ সালে আজকের তরুণরা বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তরুণদের জন্য আমার শুভাশীষ রইল।’    

দারিদ্রের হার কমানোর প্রসঙ্গ তিনি আরও বলেন, ‘দারিদ্রের হার ২১ দশমিক ৮ ভাগে নামিয়ে এনেছি। হাসপাতালগুলোতে যাতে চিকিৎসার মান উন্নত হয় এবং বহুমুখী চিকিৎসার ব্যবস্থা হয়, সে চেষ্টা করছি। প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে কর্মসংষ্থানের ব্যবস্থাও করেছি। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি তরুনদের জন্য।’

বাংলাইনসাইডার/এমএস/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭