ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে দল পেলেন না মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম এবারের আইপিএলের নিলামে দল পাননি। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে বাংলাদেশের আরও দুজনের নাম যুক্ত হওয়ার সম্ভাবণা ছিল এবারের আইপিএলে। তবে নিলামে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যানের প্রতি আগ্রহ দেখায়নি কোন দলই। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো নিলামের অপেক্ষায় আছেন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে ছাড়েনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের এবারের আসরে খেলার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থাকায় এবার খেলছেন না তিনি।

এবারের নিলামে বাংলাদেশের রিয়াদ ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

মুশফিক ছাড়াও ভারতের এক সময়ের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন, ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকালাম, কিউই হার্ড হিটার ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল, ইংলিশ অলরাউন্ডারও কোনো দলে জায়গা পাননি।

আজ বিকেল চারটায় শুরু হয়ে নিলাম পর্ব চলছে এখনও। তারকা খেলোয়াড়রা দল না পেলেও এখনো তাদের আইপিএল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি। কোনো দল যদি সরাসরি তাদের কিনে নেয় তাহলে তারা আইপিএলে খেলতে পারবেন।

বাংলা ইনসাইডার/এসআর  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭