কালার ইনসাইড

সমলোচনার জবাব দিলেন চঞ্চল-তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/12/2018


Thumbnail

মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অভিযোগ করা হচ্ছে, বিজ্ঞাপনে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনের বদৌলতে বিতর্কিত চঞ্চল চৌধুরী ও তিশা। চলচ্চিত্রপ্রেমীরা কাঠগড়ায় দাড় করিয়েছে।

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, রাস্তার মোড়ে সোহেল-স্বপ্নার দেখা। তাদের আলাপচারিতার ধরণ এমন- সোহেল : আরে স্বপ্না কই যাইতাছো?, স্বপ্না : সিনেমা হলে যাইতাছি।

সোহেল : সিনেমার লাইগা হলে যাওন লাগে! আমি ডাউনলোড কইরা দেই।

স্বপ্না : ডাউনলোড? আমিও পারি।

সোহেল : আমার নেটওয়ার্ক ফার্স্ট। তোমার আগেই ডাউনলোড হইবো।

আর এ নিয়েই যত সমলোচনা। যোগাযোগ করা হয় চঞ্চল ও তিশার সঙ্গে। তিশা বলেন,‘অনেককিছু নিয়েই সমলোচনা হতে পারে। তবে এখানে আমার কেন সমলোচনা হচ্ছে বুঝি না। গল্প তো আমার নয়। আমি মাত্র মডেল হয়েছি। কর্তৃপক্ষর কাছে জিজ্ঞেস করলেই ভালো উত্তর পাবেন। আর সবাই যদি খেয়াল করে দেখে তাহলে ভুল ভাঙবে। বিজ্ঞাপনের গল্পে সিনেমা ডাউনলোড করার কথা বলা হলেও শেষে কিন্তু মেয়েটি সিনেমা হলের দিকে রওয়ানা দেয়।’

চঞ্চল বলেন, ‘বিজ্ঞাপনের কথাগুলো কিন্তু একটা প্রাসপেকটিভে বলা হচ্ছে। একটা প্রোডাক্টের জন্য বলা হচ্ছে। আমি কিন্তু বলিনি বাংলাদেশে সিনেমা হলের দরকার নাই, ডাউনলোড করে দেখো! এটা পোডাক্টের স্পিডের জন্য বলা হয়েছে।’

তিনি আরও বলেন,‘ ভেবে দেখেন, আমার দেশের সিনেমা তো আমি হলে গিয়ে দেখছি। কিন্তু আমি যদি একটা বলিউডের সিনেমা দেখতে চাই। আমি কি সেটা পারবো? সেটা আমাকে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে হবে। কিংবা যদি ইউটিউবেও দেখি, তাহলে আমার নেটওয়ার্ক স্পিড ভালো থাকতে হবে। আমাদের যেসব নিয়ে কথা বলা উচিত। তা নিয়ে কথা বলছি না। অহেতুক খুব সামান্য বিষয় নিয়ে কথা বলি। এটা ঠিক নয়। এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি।’

কিন্তু অনেকে বলছেন, বাংলাদেশের জনপ্রিয় দুজন অভিনয়শিল্পীর জেনে বুঝে বিতর্কিত বিজ্ঞাপনে অভিনয় করা কতোটা যৌক্তিক? তিশা বলেন, ‘এখানে একটা মেসেজও কিন্তু আছে। ডাউনলোড দিতে পারলেও যে সিনেমাহলে যাওয়া উচিত। সেটা বুঝানো হয়েছে। আমি ডাউনলোড দিতে পারলেও কিন্তু সিনেমাহলের দিকেই যাচ্ছিলাম। এই দিকটা বোধহয় কেউ খেয়াল করেনি।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭