ইনসাইড বাংলাদেশ

বেনাপোল পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণের কম্বল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য ভারতের পাঠানো ত্রাণের কম্বল বেনাপোল বন্দরে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে চারটি ট্রাকে ২৫ হাজার ৮শ’ পিস কম্বল বেনাপোল পৌঁছে।

এ ব্যাপারে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) যমুনা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকার আমিনুল হক জানান, ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সোয়েটার ত্রাণ দিচ্ছে। এর মধ্যে ১৮ ডিসেম্বর একটি চালানে ২৫ হাজার ৮শ’ পিস ও গত ১৪ ডিসেম্বর আরেকটি চালানে ৫ হাজার ৮২০ পিস কম্বল এসেছে।

আগামী দু’একদিনের মধ্যে এসব কম্বল বন্দর থেকে ছাড় করানো হবে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবে এসব কম্বল। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হবে।

বাংলা ইনসাইডার/বিকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭