ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে ১০ বছর ধরে বন্ধ কেন ব্রিটিশ এয়ারওয়েজ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

পাকিস্তানে ১০ বছর ধরে বন্ধ রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট। ২০০৮ সালে দেশটিতে সেবা দেওয়া বন্ধ করে তারা। সম্প্রতি এয়ারওয়েজটি পাকিস্তানে তাদের ফ্লাইটগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ১৫ জুন থেকে প্রতি সপ্তাহে তাদের তিনটি ফ্লাইট লন্ডন-ইসলামাবাদ চলাচল করবে বলে জানা গেছে। কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে পাকিস্তানে কেন বন্ধ ব্রিটিশ এয়ারওয়েজ?

২০০৮ সালে নিরাপত্তাহীনতাকে কারণ দেখিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করেছিল। ওই বছরের ২০ সেপ্টেম্বর রাতে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। একটি ময়লা ফেলার ট্রাকে বিস্ফোরক ভর্তি করে ম্যারিয়ট হোটেল প্রাঙ্গণে চালানো ওই হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন বিদেশি নাগরিক। ওই হামলায় আহত হন আড়াই শতাধিক মানুষ। এই ঘটনার প্রেক্ষিতেই ব্রিটিশ এয়ারলাইন পাকিস্তানে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল।

বাংলা ইনসাইডার/ এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭