ইনসাইড পলিটিক্স

হাসপাতালে ভর্তি লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় তাঁর গাড়িবহরে হামলার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি। অবস্থান ধর্মঘট পালন করার চতুর্থ দিনে আজ অসুস্থ হয়ে পড়ায় সকাল সাড়ে ৯টার দিকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান জানান, ‘গতকাল মঙ্গলবার সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসায় ৮ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। তিনি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। আজ সকালে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

উল্লেখ্য, গত রোববার কালিহাতি উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের উপরে হামলা করে চারটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় লতিফ সিদ্দিকী তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭