ইনসাইড গ্রাউন্ড

পঞ্চমবারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

ইউরোপিয়ান লিগ গুলোতে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। আর তাই উয়েফা কর্তৃপক্ষ পুরস্কারটা তুলে দিলেন তার হাতে। লা লিগার গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনেল মেসি- ৩৬ ম্যাচে ৩৪ গোল।

লিগে সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফির পর এবার গোল্ডেন বুট জিতলেন মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে উয়েফা গোল্ডেন বুট তুলে দেয় তার হাতে। এই নিয়ে পাঁচবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সার এই সুপারস্টার। পঞ্চমবারের মতো এ পুরস্কার জিতে মাইলফলক গড়ে মেসি ছাড়িয়ে গেলেন চারবার গোল্ডেন বুট জেতা এ সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

গত মৌসুমে সর্বোচ্চ গোলের পর এ মৌসুমেও লিগে উড়ে চলছেন মেসি। লা লিগায় এখনো সর্বোচ্চ গোল নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে তিনি।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭