ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে কারা কোন দলে সুযোগ পেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২ তম আসরের নিলাম ইতিমধ্যে শেষ হয়েছে। জানা গেছে, আটটি ফ্র্যাঞ্চাইজি ১০৬.৮ কোটি রুপি খরচ করে ৭০ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এক নজরে দেখে নেয়া যাক কে কোন দলের হয়ে এবারের আসর মাতাবেনঃ

১। দিল্লি ক্যাপিটালস: আক্সার প্যাটেল (অলরাউন্ডার, ৫ কোটি), হনুমা বিহারি (ব্যাটসম্যান, ২ কোটি), ইশান্ত শর্মা (বোলার, ১ কোটি ১০ লাখ), অঙ্কুশ বাইনস (উইকেটরক্ষক, ২০ লাখ), কলিন ইনগ্রাম (ব্যাটসম্যান, ৬ কোটি ৪০ লাখ), নাথু সিং (বোলার, ২০ লাখ), শেরফানে রাদারফোর্ড (অলরাউন্ডার, ২ কোটি), কেমো পল (অলরাউন্ডার, ৫০ লাখ), জালাজ সাক্সেনা (অলরাউন্ডার, ২০ লাখ), বানদারু আয়াপ্পা (বোলার, ২০ লাখ)

২। কিংস ইলিভেন পাঞ্জাব: মোহাম্মদ শামি (বোলার, ৪ কোটি ৮০ লাখ), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ৪ কোটি ২০ লাখ), মইসেস হেনরি (অলরাউন্ডার, ১ কোটি), সরফরাজ খান (অলরাউন্ডার, ২৫ লাখ), বরুন চক্রবর্তী (অলরাউন্ডার, ৮ কোটি ৪০ লাখ), স্যাম কুরান (অলরাউন্ডার, ৭ কোটি ২০ লাখ), হারদুস ভিলজোনে (বোলার, ৭৫ লাখ), আর্শদীপ সিং (বোলার, ২০ লাখ), দর্শন নালকান্দে (অলরাউন্ডার, ৩০ লাখ), প্রাভসিমরান সিং (উইকেটরক্ষক, ৪ কোটি ৮০ লাখ), অগ্নিভেস আয়াচি (অলরাউন্ডার, ২০ লাখ), হারপ্রিত বারার (অলরাউন্ডার, ২০ লাখ), মুরুগান অশ্বিন (বোলার, ২০ লাখ)

৩। কলকাতা নাইট রাইডার্স: কার্লোস ব্রাথওয়েইট (অলরাউন্ডার, ৫ কোটি), লুকি ফার্গুসন (বোলার, ১ কোটি ৬০ লাখ), আনরিচ নরতজে (বোলার, ২ কোটি), হ্যারি গার্নি (বোলার, ৭৫ লাখ), নিখিল শংকর (উইকেটরক্ষক, ২০ লাখ), পৃথ্বিভী রাজ (বোলার, ২০ লাখ), জো ডেনলি (ব্যাটসম্যান, ১ কোটি), শ্রীকান্ত মুনধে (অলরাউন্ডার, ২০ লাখ)

৪। মুম্বাই ইন্ডয়ান্স: লাসিথ মালিঙ্গা (বোলার, ২ কোটি), আমোলপ্রিত সিং (ব্যাটসম্যান, ৮০ লাখ), বারিন্দার সিং (বোলার, ৩ কোটি ৪০ লাখ), পঙ্কজ জাসওয়াল (অলরাউন্ডার, ২০ লাখ), রাশিখ দার (বোলার, ২০ লাখ), যুবরাজ সিং (অলরাউন্ডার, ১ কোটি)

৫। রাজস্থান রয়েলস: জয়দেব উনাদকাট (বোলার, ৮ কোটি ৪০ লাখ), বরুন অ্যারন (বোলার, ২ কোটি ৪০ লাখ), ওশানে থমাস (বোলার, ১ কোটি ১০ লাখ), শশাঙ্ক সিং (অলরাউন্ডার, ৩০ লাখ), লিয়াম লিভিংস্টোন (অলরাউন্ডার, ৫০ লাখ), সুভাম রঞ্জন (অলরাউন্ডার, ২০ লাখ), মানান ভোরা (ব্যাটসম্যান, ২০ লাখ), রিয়ার পরাগ (অলরাউন্ডার, ২০ লাখ), অ্যাস্টন টার্নার (অলরাউন্ডার, ৫০ লাখ)

৬। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: শিমরন হেটমেয়ার (ব্যাটসম্যান, ৪ কোটি ২০ লাখ), গুরকীরাত সিং মান (অলরাউন্ডার, ৫০ লাখ), দেভদুত পাডিকাল (ব্যাটসম্যান, ২০ লাখ), শিভাম দুবে (অলরাউন্ডার, ৫ কোটি), হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক, ৫০ লাখ), হিম্মত সিং (ব্যাটসম্যান, ৬৫ লাখ), মিলিন্দ কুমার (অলরাউন্ডার, ২০ লাখ), প্রয়াস রায় বর্মন (অলরাউন্ডার, ১ কোটি ৫০ লাখ), আকাশদীপ নাথ (অলরাউন্ডার, ৩ কোটি ৬০ লাখ)

৭। সানরাইজার্স হায়দ্রাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক, ২ কোটি ২০ লাখ), রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক, ১ কোটি ২০ লাখ), মারটিন গাপটিল (ব্যাটসম্যান, ১ কোটি)

৮। চেন্নাই সুপার কিংস: মোহিত শর্মা (বোলার, ৫ কোটি), গুটুরাজ গাইওয়াদ (ব্যাটসম্যান, ২০ লাখ)

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭