ইনসাইড গ্রাউন্ড

ক্যারিবীয়দের আইপিএল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

গতকাল শেষ হওয়া ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ক্যারিবীয় ক্রিকেটারদের জয়জয়কার দেখা গেছে। আলোচিত নাম ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এ মারকুটে ব্যাটসম্যানকে ৪.২ কোটি রুপিতে কিনেছে বেঙ্গালুরু। ক্যারিবীয় টি-২০ দলের অধিনায়ক কার্লোস ব্রাফেটকে ৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতার নাইট রাইডার্স। আরেক ক্যারিবীয় হার্ডহিটার নিকোলাস পুরানকে ৪.২ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব। এছাড়া পেসবোলার ওশানে থমাস ১.১ কোটি (রাজস্থান) ও কিমো পল (দিল্লি ক্যাপিটাল) ৫০ লাখ রুপি পেয়েছেন।

২০১৯ আইপিএলে সবচেয়ে দামি ‘বিদেশী’র সম্মান পেলেন ইংল্যান্ডের স্যাম কারান। ২০ বছর বয়সী এ অলরাউন্ডারকে ৭ দশমিক ২ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব। ২ কোটি ভিত্তিমূল্যের কারান এবারই প্রথম খেলবেন আইপিএলে। চমক দেখালেন দক্ষিণ আফ্রিকার ৩৩ বছর বয়সী কলিন ইনগ্রাম। তাকে ৬.৪ কোটি রুপিতে দলভুক্ত করেছে দিল্লি। ভারতীয় পেসার মোহিত শর্মাকে ৫ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। এছাড়া অক্ষর প্যাটেল ৫ কোটি (দিল্লি), মোহাম্মদ শামি ৪.৮ কোটি (পাঞ্জাব), সিমরান সিং ৪.৮ কোটি (পাঞ্জাব), বারিন্দার স্রান ৩ দশমিক ৪ কোটি (মুম্বাই), বরুণ অ্যারন ২ দশমিক ৪ কোটি (রাজস্থান), অক্ষদীপ নাথ ৩.৪ কোটি (বেঙ্গালুরু), জনি বেয়ারস্টো ২.২ কোটি (হায়দরাবাদ), লাসিথ মালিঙ্গা ২ কোটি (মুম্বাই), হনুমা বিহারি ২ কোটি (দিল্লি),  শেরফান রাদারফোর্ড ২ কোটি (দিল্লি), লোকি ফার্গুসন ১.৬ কোটি (কলকাতা), প্রয়াস রায় বর্মন ১.৫ কোটি (বেঙ্গালুরু), ঋদ্ধিমান সাহা ১.২ কোটি (হায়দরাবাদ), ইশান্ত শর্মা ১.১ কোটি (দিল্লি),  যুবরাজ সিং ১ কোটি  (মুম্বাই), মার্টিন গাপটিল ১ কোটি (হায়দরাবাদ), হেনরিক ময়েজেস ১ কোটি রুপি (পাঞ্জাব) পেয়েছেন।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭