ওয়ার্ল্ড ইনসাইড

চুরির দায়ে বন্ধ হচ্ছে ট্রাম্প ফাউন্ডেশন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

আর্থিক অনিয়মসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান ‘ট্রাম্প ফাউডেশন’। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড স্থানীয় সময় মঙ্গলবার এ কথা জানান।

আন্ডারউড বলেন, ‘ট্রাম্প ফাউন্ডেশনের নামে যত অনিয়ম ও অবৈধ কাজ করা হয়েছে তা অবাক করার মত। সবকিছু দেখলে মনে হয়, ওই ফাউন্ডেশন ট্রাম্পের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত একটি চেকবই ছাড়া আর কিছু নয়।’

দুই বছর তদন্ত শেষে গত জুনে ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে মামলা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তারা ফাউন্ডেশনের অর্থ বেআইনিভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, ট্রাম্প ফাউন্ডেশনকে এখন বিচারিক তত্ত্বাবধানে বন্ধ করে দেওয়া হবে। ফাউন্ডেশনের বাকি সম্পদ অন্য দাতব্য সংস্থায় স্থানান্তর করা হবে। ফাউন্ডেশন বন্ধ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকের বিরুদ্ধে মামলা চলবে বলেও জানিয়েছে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭