ইনসাইড বাংলাদেশ

‘সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙ্গে গেছে। পুলিশকে জনগণের ওপর লেলিয়ে দেয়া হয়েছে। পুলিশকে থামান। সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুন।’

আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন এর আয়োজনে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ড. কামাল বলেন, যারা এখন ক্ষমতায় আছে তারা সংবিধান প‌রিপ‌ন্থি কাজ করছে। নির্বাচনের অনেক প্রার্থীকে পুলিশ নির্যাতন করছে, আক্রমণ করছে। নির্বাচন কমিশন সব কিছু দেখেও ব্যবস্থা নিচ্ছে না।

ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা আরও বলেন,  ভোটাধিকার যদি বঞ্চিত হয় তাহলে তা হবে স্বাধীনতার উপর আঘাত। ভোটাধিকার প্রয়োগ করতে না দেয়া হলো দেশদ্রোহিতা। দ্বায়িত্ব পালনে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়, ভবিষ্যতে দেশে ভয়াবহ পরিনতি হবে।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭