ওয়ার্ল্ড ইনসাইড

কেন বিদায় বললেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

পদত্যাগ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী শালো মিশেল। স্থানীয় সময় মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। কিন্তু কী কারণে পদত্যাগ করলেন তিনি? 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত সপ্তাহে মরক্কোয় স্বাক্ষরিত জাতিসংঘের অভিবাসন চুক্তিতে স্বাক্ষর করে বেলজিয়াম। এর প্রতিবাদে ক্ষমতাসীন জোট ছাড়ে জাতীয়তাবাদী নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ)। জাতিসংঘের ওই চুক্তিতে যোগ দেওয়ায় বেলজিয়ামে অভিবাসীদের সংখ্যা বাড়বে বলে দাবি করছে এন-ভিএ। চুক্তিটির বিরোধিতা করে এন-ভিএসহ ডানপন্থী কয়েকটি দল ব্রাসেলসে বিক্ষোভ মিছিল করে। এরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মিশেল।

২০১৪ সালে অক্টোবরে ডানপন্থী এন-ভিএ’র সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসেন মিশেল। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। ১৮৪১ সালের পর থেকে বেলজিয়ামে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তিনি। আগামী মে-তে বেলজিয়ামে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু মিশেল প্রধানমন্ত্রীর পদ ছাড়ায় দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭