ইনসাইড পলিটিক্স

রাজনীতিতে মওদুদের যতো ডিগবাজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

একের পর এক রাজনৈতিক মতাদর্শ ও দল পরিবর্তনের অভ্যাস আছে ব্যারিস্টার মওদুদ আহমেদের।  তিনি এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন। তবে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন মওদুদ। আবার জিয়াউর রহমানের শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ছিলেন। কিন্তু রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে মতদ্বৈততা কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সরকার থেকে ছিটকে পড়েন তিনি। এত কিছু পর আশির দশকে এরশাদের সঙ্গে পুনরায় তার ভেড়াটা ছিল বড়সড় এক রাজনৈতিক চমক।

সর্বদা নিজের পাল্লা ভারি করা এই রাজনীতিক ১৯৮২ সালে এরশাদ সামরিক শাসন জারি করার পর বিশেষ সামরিক আদালতে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ১৯৮৫ সালে সেই দণ্ড মাথায় নিয়েই এরশাদ সরকারের মন্ত্রী হন তিনি। শুধু তাই নয় এরপরও প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হন তিনি। এরশাদের পতনের পর ১৯৯৬ পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন। কিন্তু তারপর তিনি দেন নতুন এক ডিগবাজি। এরপর ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই বিএনপিতে ফিরে আসেন তিনি। ২০০১ সালের নির্বাচনের পর আইন ও বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন মওদুদ। মওদুদ আহমেদ তার রাজনৈতিক জীবনে ইতিমধ্যে ধানের শীষ ও লাঙল-দুই প্রতীকেই নির্বাচন করেছেন। অবশ্য আগামীতে নতুন কোন ডিগবাজি দেন কিনা তা এখন দেখার বিষয়।

বাংলা ইনসাইডার/বিকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭