ইনসাইড বাংলাদেশ

‘সিইসি একজন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘সব নির্বাচন কমিশনারই সমান। প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য দিয়ে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।’ আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন তিনি।

গত ১৭ ডিসেম্বর ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’ বলে মন্তব্য করেন মাহবুব তালুকদার। ওই দিন নির্বাচন কমিশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

এদিকে প্রধান নির্বাচ কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা গতকাল মঙ্গলবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’ রাঙামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সিইসি আরও বলেন, ‘সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়?’

বুধবার সাংবাদিকদের মাহবুব তালুকদার বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি অসত্য ও মনগড়া বক্তব্য দিয়েছি। এ কথা বলে একজন নির্বাচন কমিশনার অস্তিত্বে আঘাত করা হয়েছে।’ মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারই সমান। এর আগেও সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন।’

বাংলাইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭