ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি-জামাত জাল ব্যালট ছাপাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/12/2018


Thumbnail

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামাত জোট জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। জঙ্গি, আগুন-সন্ত্রাস তাদের সঙ্গী। তারা ক্ষমতায় এলে আবার এগুলো প্রতিষ্ঠা পাবে।’

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চান। ভোট চাওয়ার সময় তিনি একথা বলেন। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অবহেলিত দক্ষিণাঞ্চলকে আমরা উন্নয়ন করেছি। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। পিরোজপুরে বিসিক শিল্পনগরী ও শহররক্ষা বাঁধ নির্মাণ করা হবে। আমরা বিনা মূল্যে বই দিচ্ছি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্য ওষুধ এবং চিকিৎসা দিচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

এসময় মাঠে উপস্থিত বক্তারা পিরোজপুরে ট্রেন লাইন সম্প্রসারণ, গ্যাস-সংযোগ, বলেশ্বর নদ খনন এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এ দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয় হবে, বলেশ্বর নদও খনন করে দেওয়া হবে।’

এ সময় পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন, পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাংসদ রুস্তম আলী ফরাজী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭