ইনসাইড বাংলাদেশ

বাগেরহাটে বাস উল্টে নিহত ৩, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/12/2018


Thumbnail

বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিয়ে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২), মোংলা পৌরসভার সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল (২৫)। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মলয় রায় জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস উপজেলার সোনাতুনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। 

নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭