ইনসাইড বাংলাদেশ

বেনাপোল সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির মহড়া-নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যশোরের শার্শায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪০ সদস্যের বিজিবি দল সুবেদার মিজানুর রহমানের নের্তৃত্বে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র, শহরে ও গ্রামে মহড়া দিচ্ছেন। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবি নজরদারী। বিজিবির টহল দেখে খুশি সাধারণ ভোটাররা। ২ জানুয়ারি পর্যন্ত শার্শার প্রত্যান্ত অঞ্চলে প্রশাসনের সঙ্গে বিজিবির মহড়া অব্যাহত থাকবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, সুষ্ঠু ভোট সম্প্রদানে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চান তারা। সারা দেশের ন্যায় যশোরের বিভিন্ন এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারী। টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন তারা।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭