ওয়ার্ল্ড ইনসাইড

বার্লিনে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/12/2018


Thumbnail

জার্মানির রাজধানী বার্লিনে নিজ বাসভবন থেকে বাংলাদেশি ব্লগার তমালিকা সিংহের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তমালিকা সিংহ অর্পিতা রায় চৌধুরী ছদ্মনামে লেখালেখি করতেন বলে জানা গেছে।

লেখকদের সংগঠন পেন তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

১৯৯৫ সালে অর্পিতার জন্ম। ২০১২ সালে থেকে নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ব্লগে লেখালেখি শুরু করেন। ২০১৭ সালে তিনি জার্মানিতে পাড়ি জমান।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭