ইনসাইড বাংলাদেশ

রনির বিরুদ্ধে গলাচিপায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। গতকাল রাতে গলাচিপা থানায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলা প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত মামলার বিষয়ে লোকমুখে শুনেছি। যদি মামলা করা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আমি কথা বলবো।’

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭