ইনসাইড বাংলাদেশ

আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ সংসদীয় আসনে (হোমনা-তিতাস) আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ নির্বাচনী জনসভায় যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়েছেন। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে জনসভায় যাওয়ার পথে বোমা হামলার শিকার হন তিনি।

এ ব্যাপারে সেলিমা আহমাদের স্বামী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমদ বলেন, ‘বোমা হামলার ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। এ এলাকায়  অনেক জামাত-শিবির রয়েছে। জামাত-শিবিরই এ ঘটনা ঘটিয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি সৈয়দ মো. এহসানুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে বারোটার দিকে সেলিমা আহমেদ জনসভায় যাওয়ার পথে দড়িকান্দি ব্রিজের উত্তর দিকের রাস্তায় পৌঁছালে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।’ সেখানে অনেক ঝোপ-জঙ্গল আছে। হয়তো কেউ বোমা পুঁতে রেখেছিল অথবা নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭