ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে ১৮৪০ ইভিএম যাচ্ছে বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ম বারের মতো ৬টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ৬টি আসনের মধ্যে একটি। ঐ আসনটিতে ভোটগ্রহণে জন্য জেলা নির্বাচন কার্যালয়ে ১ হাজার ৮৪০টি ইভিএম পাঠানো হবে আগামীকাল বুধবার এবং পরদিন বৃহস্পতিবার পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার।

জানা গেছে, ইভিএম গ্রহণের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ঢাকার নির্বাচন ভবন থেকে আজ মঙ্গলবার বিকেলে এসব ইভিএম গ্রহণ করবেন। এরপর সেগুলো আগামীকাল বুধবার চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন যে জন্য গত ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালীর প্রতিটি ভোটকেন্দ্রে ‘মক ভোটিং’ কার্যক্রম চলছে। ‘মক ভোটিং’ কার্যক্রমে ব্যবহৃত ২৮৮ ইভিএম ভোটগ্রহণে ব্যবহার করা হবে না।

বাংলাইনসাইডার/এমএস/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭