ইনসাইড গ্রাউন্ড

ব্যাটে বলে টাইগারদের সেরা ছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/12/2018


Thumbnail

দলীয় সাফল্যের মাঝে একাধিক ব্যক্তিগত সাফল্য ২০১৮ সালকে আরও স্মরণীয় করেছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। তিন ফরম্যাট- টেস্ট, ওয়ানডে ও টি-২০- মিলিয়ে ব্যাটে ও বোলে টাইগারদের মধ্যে সেরা ছিলেন যারা তাদের তালিকা দেয়া হলোঃ 

সর্বাধিক রান সংগ্রাহক

এই বছরে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। ২০১০ সালে তামিম ইকবাল তিন ফরম্যাট মিলিয়ে রান সংগ্রহ করেছিলেন ১৬৪৬। এবার সে রেকর্ড ভেঙে ১৬৫৭ রানের নতুন রেকর্ড গড়েছেন মুশফিক।

দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মুশফিকের

২০১৮ সালে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২য় টেস্টে ১ম ইনিংসে অপরাজিত ২১৯ রান।

বছরের শীর্ষ পাঁচ রান সংগ্রাহক

মুশফিকুর রহিম

সর্বমোট রানঃ ১৬৫৭ (টেস্ট ৪৯০, ওয়ানডে ৭৭০, টি-২০ ৩৯৭)

মাহমুদউল্লাহ রিয়াদ     

সর্বমোট রানঃ ১৩০৯ (টেস্ট ৪৭৬, ওয়ানডে ৪১৯, টি-২০ ৪১৪)

তামিম ইকবাল

সর্বমোট রানঃ ১২০১ (টেস্ট ১৬৩, ওয়ানডে ৬৮৪, টি-২০ ৩৫৪)

লিটন দাস      

সর্বমোট রানঃ ৯৭৭ (টেস্ট ৩০৪, ওয়ানডে ৩৪০, টি-২০ ৩৩৩)

সাকিব আল হাসান     

সর্বমোট রানঃ ৯৫৮ (টেস্ট ২১৩, ওয়ানডে ৪৯৭, টি-২০ ২৪৮)

 

সর্বাধিক উইকেট শিকারী

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মোট ৬১ উইকেট।

 

বছরের শীর্ষ পাঁচ উইকেট শিকারী

মেহেদী হাসান মিরাজ  

সর্বমোটঃ ৬১ (টেস্ট ৪১, ওয়ানডে ১৮, টি-২০ ২)

মুস্তাফিজুর রহমান

সর্বমোটঃ ৫৭ (টেস্ট ৭, ওয়ানডে ২৯, টি-২০ ২১)

সাকিব আল হাসান

সর্বমোটঃ ৫৩ (টেস্ট ১৭, ওয়ানডে ২১, টি-২০ ১৫)

তাইজুল ইসলাম

সর্বমোটঃ ৪৩ (টেস্ট ৪৩)

রুবেল হোসেন

সর্বমোটঃ ৩৬ (টেস্ট ০, ওয়ানডে ২৩, টি-২০ ১৩)

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭