ইনসাইড বাংলাদেশ

পুলিশকে ‘জানোয়ার’ বলার ব্যাখ্যায় যা বললেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/12/2018


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে গতকাল মঙ্গলবার পুলিশকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বিষয়টি গণমাধ্যমে আসলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলার ব্যাখ্যা দিলেন।  

আজ বুধবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. কামাল হোসেন এ ব্যাখ্যা দেন।  

সাংবাদিকদের একজন ড. কামাল হোসেনকে প্রশ্ন করেন, ‘বিভিন্ন গণমাধ্যমে এসেছে আপনি পুলিশকে ‘জানোয়ার’ বলেছেন, কথাটি সত্য কি না?’ উত্তরে ড. কামাল হোসেন বলেন, ‘ওই অর্থে তো বলি নাই, পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনই চলতে পারে না।’

ড. কামাল এবিষয়ে আরও বলেন, ‘আমি পুলিশকে খুব মূল্য দেই, তারা শক্ত ভূমিকা রাখবে এটাই আশা করি। আমার কোন বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস এবং ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।’

পুলিশের প্রশংসা করে ড. কামাল হোসেন বলেন, ‘আমার বাসা রাজারবাগ। ২৫শে মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা ধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।’

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭