ইনসাইড বাংলাদেশ

‘পরাজয় জেনেই বিএনপি-জামায়াত সহিংসতার পথ বেছে নিয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/12/2018


Thumbnail

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে পরাজয় জেনেই বিএনপি-জামায়াত আজ সহিংসতার পথ বেছে নিয়েছে। পেট্রোলবোমা হামলা করে সংহিসতা করছে।’ আজ বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সহিংসতা ছাড়া কিছু জানে না। তারা উন্নয়ন করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার একের পর এক উন্নয়ন করেছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে।’ তিনি এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, ‘দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। বিএনপি হালে পানি না পেয়ে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা জানে নির্বাচনে জনগণ তাদের ভোট দিবে না।’

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যকালে তিনি ঐ জেলাগুলোর জনসভায় উপস্থিত জনতার নিকট নৌকায় ভোট প্রদানের জন্য আবেদন জানান। সেই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বাংলা ইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭