ইনসাইড বাংলাদেশ

শিবির কর্মীর সঙ্গে চক্রান্ত, হাফিজের ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/12/2018


Thumbnail

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণমাধ্যমগুলোয় একের পর এক ফোনালাপ ফাঁস হচ্ছে। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এতে তাকে জামাতের কর্মী মোহাম্মদ শফিকুল হকের সঙ্গে কথা বলতে শোনা গেছে। তাদের ফোনালাপে যা বলেছেন তা নিচে হুবহু তুলে ধরা হল-

মেজর হাফিজ: হ্যালো

মোহাম্মদ শফিকুল হক: স্লামালিকুম

মেজর হাফিজ: তোমাদের আমিররে ফোন করি, ফোন ধরে নাতো...

শফিকুল হক: ওহ, হের তো মা মারা গেছে কাল রাতে

মেজর হাফিজ: আচ্ছা

শফিকুল হক: হে গোপনে, অনেক কৌশলে গেছে, কাল মাটি দিয়ে আসছে, আবার আজকে গেছে

মেজর হাফিজ: ওওও, এরে একটু আসতে বলো দেখা করার জন্য, আর এজেন্ট দেয়ার ব্যবস্থা কর তুমি, শিবিরের ছেলেদের এজেন্ট দিবো,

শফিকুল হক: রাত্রে যোগাযোগ করব না সকালে?

মেজর হাফিজ: সকালে ব্যবস্থা করো। কাল সারা দিনে আইডি কার্ড আর ছবি দিয়া... শিবির যত এজেন্ট দিবে... সবগুলো আমরা নিয়ে নিবো। বুঝছ?

শফিকুল হক: জ্বি, আর ওখানে আপনার, আজকে বের হওয়া যাবে?

মেজর হাফিজ: না না, বের হওয়া যাবে না তো... একেবারে নির্বাচনের দিনেই।

শফিকুল হক: সেদিন কী বাইর হইতে দিবে?

মেজর হাফিজ: জানি না। দিলে দিবে। আমরা আমাদের এজেন্ট ঠিক করতে হবে তো।

শফিকুল হক: আচ্ছা। ঠিক আছে জ্বি।

মেজর হাফিজ: এজেন্টগুলার ব্যবস্থা কর তুমি। আইডি কার্ড লাগবে আর একটা স্ট্যাম্প সাইজ দুই কপি ছবি লাগবে।

শফিকুল হক: আচ্ছা ঠিক আছে। জ্বি জ্বি

মেজর হাফিজ: আচ্ছা।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭