ইনসাইড বাংলাদেশ

থ্রি-জি ও ফোর-জি সেবা আবারও বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকে সামনে রেখে দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা আবারও বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।  আজ শনিবার দুপুরের পর মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়।

গ্রাহকেরা জানিয়েছেন, বেলা ৩টা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না তারা। সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে।  তবে এসময়  টু-জি ইন্টারনেট চালু থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৩জি ও ৪জি সেবা বন্ধ রেখেছিল অপারেটরগুলো।  দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ থাকলে ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ভিডিও দেখা সম্ভব হবে না।  এমনকি ছবি আদান-প্রদান করাও কঠিন হবে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭