ইনসাইড বাংলাদেশ

জয় আমাদেরই হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোট প্রদানের পর তিনি গণমাধ্যমের সামনে জনসাধারণকে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জয় আমাদেরই হবে। 

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে। জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। এ পর্যন্ত দশজনকে হত্যা করা হয়েছে। গতকালও ৪ জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনে ফলাফল যাই হোক আমরা মেনে নিব’।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। আমি জানি বাংলার জনগণ আমাদেরকে বেছে নেবে জনগণ। নৌকার জয় হবেই হবে।’

 

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭