ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচন ক্যাম্পে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/12/2018


Thumbnail

সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশকিছু আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন

জানা যায়, বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার পোস্টার ছিঁড়ে ফেলে। এতে প্রতিবাদ জানাতে গেলে রুমানা মাহমুদের কর্মীরা হাবিব মিল্লাতের নির্বাচনী ক্যাম্প ও কর্মীদের বসত বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দাবি করেন, ‘বিএনপি সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী ক্যাম্প ও দু’টি বসতবাড়ি ভাংচুর এবং নেতাকর্মীদের মারপিট করেছে।’

বাংলা ইনসাইডার/ এইচপি  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭