ইনসাইড বাংলাদেশ

সিলেটে নৌকার জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওপরই আস্থা রেখেছেন সিলেটের মানুষ। আজ অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা।

অপর আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। মহাজোটের শরিক জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ওই আসনে লাঙ্গল প্রতীককে হারিয়ে জয় পেয়েছে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক।

এদিকে, সিলেট-১ আসনে ১ লাখ ৭৯ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতীকের ড. এ কে আব্দুল মোমেন। মোমেন পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৯ ভোট।

সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট।

সিলেট-৩ আসনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে বিএনপির শফি আহমদ চৌধুরীকে পরাজিত করেছেন আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। নৌকা প্রতীকে সামাদ পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট, ধানের শীষে শফির ভোট ৭৯ হাজার ৮৬৫ ভোট।

সিলেট-৪ আসনে বিএনপির দিলদার হোসেন সেলিমকে ১ লাখ ৩১ হাজার ২০৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের ইমরান আহমদ। নৌকা প্রতীকে ইমরান পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৭৭ ভোট, ধানের শীষে সেলিম পেয়েছেন ৯২ হাজার ৪৭৩ ভোট।

সিলেট-৫ আসনে নৌকা প্রতীকে ৬৮ হাজার ২৩১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাফিজ আহমদ মজুমদার। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৬০ ভোট।

সিলেট-৬ আসনে ৮৭ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে ফের বিজয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৫ ভোট। এ আসনে ধানের শীষ প্রতীকে ফয়সল আহমদ চৌধুরী ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট। 

বাংলা ইনসাইডার/বিকে 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭