ইনসাইড পলিটিক্স

এটা কী আওয়ামী লীগের সবচেয়ে বড় জয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/12/2018


Thumbnail

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৯ আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ১৯৯৬ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩৪ টি আসন জয়ী হয়। অবশ্য দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি  অংশগ্রহণ করেনি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। ভোটগ্রহণের পর প্রাপ্ত ফলাফলে দেশের বেশিরভাগ আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের দ্বারপ্রান্তে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১৮৭ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬২ টি আসনে জয়ী হয়েছেন। অবশিষ্ট আসনগুলোতেও আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এমন সাফল্য দেখে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলা শুরু করেছে, এবারের নির্বাচনে কি আওয়ামী লীগ সবচেয়ে বড় জয় পেতে যাচ্ছে?

বাংলা ইনসাইডার

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭