ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জের তিন আসনে ঐক্যফ্রন্টের মোট ভোট ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/12/2018


Thumbnail

দেশের সব জেলার মত এবারের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর জন্মভিটা গোপালগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপক ভরাডুবি হয়েছে। এই জেলার মোট তিনটি আসন মিলিয়ে ঐক্যফ্রন্ট ভোট পেয়েছে মাত্র ১৪৩৩টি।

গোপালগঞ্জ -৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে নৌকা মার্কা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর মাওলানা তসলিস সরদার ৬০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

গোপালগঞ্জ-১ আসনে নৌকা মার্কা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান ৩ লাখ ৩ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর এডভোকেট মাওঃ মিজানুর রহমান পেয়েছেন ৭০২ ভোট।

গোপালগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনে বিজয়ীদেরকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বাংলা ইনসাইডার/এইচপি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭