ইনসাইড বাংলাদেশ

বিকেল ৩টায় নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ফলাফল আজ সোমবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ বিষয়ে জানান, রোববার দিবাগত রাতে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৩টায় সিইসি আনুষ্ঠানিকভাবে সরকারি ফলাফল ঘোষণা করবেন। ফলাফল ঘোষণার পর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন ভবনে টাঙিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বেশির ভাগ আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ। আসন প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানের রয়েছে জাতীয় পার্টি। এর পরের স্থানে আছে বিএনপি।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭