ইনসাইড বাংলাদেশ

এমপি হিসেবে প্রথমেই যা করবেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/12/2018


Thumbnail

নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের পরদিনই সাংবাদিকদের সামনে এমপি হিসেবে নিজের করণীয় তুলে ধরেছেন এই ক্রিকেট তারকা।

আজ সোমবার দুপুর ১টার দিকে নড়াইল শহরের তাহেরা কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তাঁর এমপি হিসেবে কাজের কথাগুলো তুলে ধরেন।

মাশরাফি বিন মর্তুজা জানান, নড়াইল হবে দেশের শ্রেষ্ঠতম বাসযোগ্য স্থান। তাঁর প্রথম পদক্ষেপ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এরপর খেলাধুলার উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সন্ত্রাস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তিনি ভূমিকা রাখবেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় দেখেছি নড়াইলের বিভিন্ন সড়কের অবস্থা খুবই অনুন্নত। দায়িত্ব নেয়ার পর এসব যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। কাজের মান যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে মাশরাফি বলেন, ‘নড়াইলে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কৃষি বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে জেলার দরিদ্র কৃষকদের বিনামূল্যে বীজ দেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে এবং কৃষকদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, নড়াইল-২ আসনে মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট।

বাংলা ইনসাইডার/আরকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭