ইনসাইড বাংলাদেশ

নিরব ছিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের ভরাডুবির খবর জেনে চুপ ছিলেন কারারুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়া। কারাগারেই সোমবার সকালে একটি পত্রিকার সংবাদ পড়ে তিনি নির্বাচনের ফলাফল জেনেছেন।

কারা সূত্রে জানা যায়, ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে খালেদার জন্য একটি টিভি ও টিভিতে বিটিভি দেখানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু খালেদা বিটিভি দেখেন না, তাই রাতে নির্বাচনের ফলাফল সম্পর্কে জানতেন না। সকালে পত্রিকা পড়ে তিনি ফলাফল জেনেছেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী (হেসে হেসে) বলেন, ‘উনি তো বাংলাদেশেই আছেন না কি? এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না।’

গত ১৬ ডিসেম্বরের পর পরিবারের কেউ তার সঙ্গে দেখা করেননি বলে জানা যায়। নির্বাচনের পরদিন এ বিষয়ে আলাপ করতে কারাগারে কেউ খালেদার সঙ্গে দেখা করেননি, দেখা করার আবেদনও করেননি। এ বিষয়ে সিনিয়র জেল সুপার বলেন, ‘বেলা ১টা পর্যন্ত কারও আবেদন আমি হাতে পাইনি।’

উল্লেখ্য, দুর্নীতির দায়ে দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া।

বাংলা ইনসাইডার/এমএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭