ইনসাইড বাংলাদেশ

বাসচাপায় শ্রমিক নিহত, রামপুরায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/01/2019


Thumbnail

রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মালিবাগ-রামপুরা সড়ক অবরোধ করেছে নিহতের সহকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় এ বাস দুর্ঘনাটি ঘটে। দুর্ঘটনার পর চিকিৎসাধীন তাঁরা মারা যায়।

বাসের ধাক্কায় নিহত দুইজন হলেন,  নাহিদ পারভীন পলি এবং মিম। এই দুজনের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের উল্টো পাশে। নিহত দুইজন এমএইচ গার্মেন্টসে কাজ করতো।

এঘটনায় উত্তেজিত শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। সুপ্রভাত পরিবহনসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনাও ঘটে এসময়। পূর্ব হাজীপাড়ার দুপাশের সড়কে দাঁড়িয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিবাগ থেকে রামপুরাগামী যানবাহনকে ডাইভারশন দিয়ে মগবাজার থেকে হাতিরঝিলের ভেতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম এবিষয়ে বলেন, ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭