ইনসাইড বাংলাদেশ

বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শেখ হাসিনা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/01/2019


Thumbnail

বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড-২০১৯’ নামের এই তালিকাটি তৈরি করেছে।  

বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদান রাখার কারণে শেখ হাসিনাকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। দীর্ঘ এক দশক গবেষণা করে এই তালিকাটি তৈরি করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।    

শেখ হাসিনা সম্পর্কে দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড নামের গবেষণা প্রতিবেদনে বলা হয়, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ গরিব মুসলিম দেশে শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণে অসামান্য ভূমিকা রেখেছেন। ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৩৬তম ছিলেন তিনি। এছাড়া উইমেন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার বইয়ে তার সম্পর্কে লিখেছেন রিচার্ড ও ব্রায়ান।

এই তালিকার শীর্ষে আছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান। এরপরই রয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল্লাহর। শীর্ষ পাঁচে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিও।

এছাড়াও ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং ‘মুসলিম উইমেন অব দ্য ইয়ার` হিসেবে প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের আঘাত করে বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া ফিলিস্তিনি কিশোরী আহমেদ তামিমি স্থান পেয়েছেন।

বাংলা ইনসাইডার/আরকে  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭