ইনসাইড বাংলাদেশ

বিএনপির ‘ধর্না’ ফর্মূলা কতটা কার্যকরী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/01/2019


Thumbnail

শুক্রবার ( ৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বের হয়ে সাংবাদিকদের কিছুই বলেননি।

নির্বাচনে সারা বিশ্ব যখন ইতিমধ্যে সমর্থন দিয়েছে। সেখানে বিএনপির নালিশ করার প্রবণতা ভোটকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সংসদ সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নিয়ে ধর্না দিচ্ছেন বিভিন্ন দূতাবাসে। বহি:বিশ্বের শক্তিধর দেশের কাছে নালিশ জানানোকে রাজনৈতিক এ দলটির হীনমন্যতা হিসেবে দেখছেন কূটনীতিকরা।

একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘রাষ্ট্রদূত, কূটনৈতিক যারা থাকেন তাদের কাজ হলো সেদেশের খবর যতটা বেশি তাদের দেশে পাঠাতে পারেন সেই চেষ্টা করা, তা তারা দ্রুত করেন। তাদের কাছে গিয়ে যেচে কেউ খবর দিলে তা তারা তো শুনবেন। বর্তমান সরকার সন্ত্রাসবাদ দমনে যে সফল হয়েছে, তা সারাবিশ্ব একবাক্যে স্বীকার করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও তা স্বীকার করে।‘

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী অভিযানে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জোটটির সঙ্গে বিশ্বের সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশ্লেষকদের মতে, দূতাবাসের কোনো ভূমিকা নেই বাংলাদেশে যে রায় হয়েছে তা পরিবর্তন করার। কোনো ক্ষমতা নাই। আইনি ব্যবস্থা রয়েছে, নির্বাচন কমিশন আছে, কোর্ট আছে। আইন যা বলে তাই হবে।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭