ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/01/2019


Thumbnail

হুট করেই পদত্যাগ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পদত্যাগ করলেন তিনি। স্থানীয় সময় সোমবার বিশ্ব ব্যাংক এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।

বিশ্ব ব্যাংকের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে। আপাতত নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিওভা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরেই জিম ইয়ং কিম পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। ২০১২ সালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের পদে বসেছিলেন জিম ইয়ং কিম। ২০১৭ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭