ইনসাইড বাংলাদেশ

কার ইশারায় কথা বলছেন মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/01/2019


Thumbnail

বরাবরই বিতর্কিত মন্তব্য করে আলোচিত সমালোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিভিন্ন সময়ে তিনি নানান ধরণের মন্তব্য করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। তিনদিন আগে তিনি বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক, সুন্দর ও সুষ্ঠু হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এখানে প্রশ্ন থেকেই যায়, কে তার পিছনে থেকে তাকে নিয়ন্ত্রণ করছেন। নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান যেখানকার মূল ব্যক্তি হলেন প্রধান নির্বাচন কমিশনার। তার বিনা অনুমতিতে একজন কমিশনার তার নিজের মতো করে বিবৃতি দিতে পারেন না। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সম্মিলিতভাবে বিবৃতি দেবেন এটাই নিয়ম। সেখানে একজন নির্বাচন কমিশনার নিজেরে ইচ্ছামত বিবৃতি দিতে পারেন কি পারেন না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭