ওয়ার্ল্ড ইনসাইড

প্রবাসী কর্মীদের জন্য চালু হচ্ছে পৃথক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2017


Thumbnail

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের দুর্ভোগ লাঘবে তাদের ইমিগ্রেশনের জন্য পৃথক ডেস্ক চালু হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ বলেন, "প্রবাসীকর্মীরা বিমান বন্দরে অনেক দুর্ভোগ পোহান। তাদের এই দুর্ভোগ লাঘব করতে ৩/৪টি ডেস্ক খোলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে আদেশ দেয়া হয়েছে। এই ডেস্কগুলোতে কেবল প্রবাসী কর্মীদের ইমিগ্রেশনের কাজ করা হবে।"

বুধবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অভিবাসীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া প্রবাসী কর্মীদের দুর্ভোগ লাঘব হবে না বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

অনুষ্ঠানে অভিবাসন বিষয়ে সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ১০ জন গণমাধ্যমকর্মীকে ‘ব্র্যাক অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান করা হয়।

এবছর রেডিও, টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইন ও স্থানীয় পত্রিকা এই ৫টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেইলি স্টারের বেলাল হোসেন বিল্পব, দ্বিতীয় হয়েছেন ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত ও তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের আবু জর আনসার উদ্দিন আহমেদ।

টেলিভিশনে প্রথম হয়েছেন- ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অভিবাসন বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম হয়েছেন মাছরাঙা টেলিভিশনের মাশরেক রাহাত, দ্বিতীয় হয়েছেন এটিএন নিউজের সাবিনা ইয়াসমিন ও তৃতীয় হয়েছেন বাংলা ভিশনের মিরাজ হোসেন গাজী।

রেডিওতে প্রথম হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন- দৈনিক প্রথম আলোর মো. শরিফুল হাসান। আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম হয়েছে দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহ (ত্রিশাল) প্রতিনিধি ফারুক আহমেদ।

২০১৫ সাল থেকে অভিবাসনখাতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার স্বীকৃতির জন্য ‘অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করে ব্র্যাক।


বাংলা ইনসাইডার/বাসস/এসএফ/ টিআর/আরএস


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭