ইনসাইড বাংলাদেশ

শ্রমিক অসন্তোষে রাজনৈতিক উস্কানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/01/2019


Thumbnail

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল মালিক, শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠকে আগামী একমাসের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হওয়ার পরও আজ গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ কমেনি। বরং এটা আরও ছড়িয়ে পড়ছে। শতাধিক গার্মেন্টস কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

একাধিক গোয়েন্দা সংস্থা বলছে যে, এই অসন্তোষের পিছনে রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে। বিশেষ করে একটি উগ্র মৌলবাদী সংগঠন এবং কয়েকটি বাম সংগঠন গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষে উস্কানি দিচ্ছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে। তারা বলছেন যে, নতুন সরকারকে একটি অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। শুধু গার্মেন্টস শ্রমিকই নয়, আরও বিভিন্ন শ্রমিক ও পেশাজীবি সংগঠনের মধ্যে এই গ্রুপ কাজ করছে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে যেন সরকার একটি বিব্রতকর অবস্থায় পড়ে এবং চাপের মধ্যে থাকে। যেখান থেকে সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করা যায়। সে লক্ষ্যেই গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবি সংগঠনকে উস্কানি দেয়া হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭