ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে ট্রেনের ধাক্কায় দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/01/2019


Thumbnail

বেনাপোলে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত টলির চালকসহ দুইজন আহত হয়েছেন। আজ বুধবার (সকালে বেনাপোলের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বেনাপোলের রাজবাড়ী গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।

স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রুটের কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মাটিবাহী ইঞ্জিনচালিত টলি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ব্যস্ততম এ সড়কে সবসময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু সেখানে রেলগেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭