ওয়ার্ল্ড ইনসাইড

অস্ট্রেলিয়ায় ১৪ কনস্যুলেটে ‘সন্দেহজনক পার্সেল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/01/2019


Thumbnail

অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে অবস্থিত বিভিন্ন দেশের অন্তত ১৪টি কনস্যুলেট ভবনে সন্দেহজনক পার্সেল পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার মেলবোর্নের দমকল বিভাগ এ তথ্য জানায়।

সিডনিতে আর্জেন্টিনার কনস্যুলেটে স্থানীয় সময় সোমবার একটি পার্সেলে সাদা রংয়ের পাউডার পাওয়া যায়। এ ঘটনার দুইদিনের মধ্যে আরও বেশ কয়েকটি দেশের কনস্যুলেটে একই ধরনের সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়।

মেলবোর্নে সুইজারল্যান্ডের কনস্যুলেটে পাঠানো পার্সেলে ভবন নির্মাণে ব্যবহৃত উপাদান ‘এসবেসটস’ পাওয়া গেছে। এই উপাদানটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারসহ নানা ধরনের রোগের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্স, গ্রিস, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের কনস্যুলেটে এ সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন।

অস্ট্রেলীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, জরুরি বিভাগের কর্মীরা সন্দেহজনক প্যাকেটগুলো পরীক্ষা করে দেখছেন। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭