ইনসাইড আর্টিকেল

তুমি ‘কেন’ খেলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2017


Thumbnail

তুমি ‘কেন’ খেলো
বারবার খারাপ খেলে ভীষণ মুষড়ে পড়েছে একজন ব্যাটসম্যান। ক্লাব কর্মকর্তা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
কর্মকর্তা: তুমি যখনই ব্যাট করতে নামো, আমি অবাক হয়ে তোমাকে দেখি। বিশ্বাস করো!
খেলোয়াড়: জানি। আপনি নিশ্চয়ই ভাবেন, আমি কেমন করে খেলি।
কর্মকর্তা: না। আমি ভাবি, তুমি ‘কেন’ খেলো?

দাঁতটা খুঁজছি
একের পর এক প্রচণ্ড গতির বলে ধরাশায়ী হচ্ছিলেন ব্যাটসম্যান, সর্দারজি। একটা বল বেচারার মুখে লাগে, তো আরেকটা লাগে বুকে। একটা মাথায়, আরেকটা পেটে। মার খেয়ে খেয়ে একসময় কোনোমতে আউট হয়ে জান বাঁচালেন তিনি।
খেলা শেষে সর্দারজিকে দেখা গেল, পিচের ওপর দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কী যেন পর্যবেক্ষণ করছেন।
গ্রাউন্ডসম্যান বললেন, ‘বাহ! সর্দারজি এখনই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন?’
‘আরে ধুর, তা না। আমি আমার দাঁতটা খুঁজছি।’

টাকাটা বুঝে নিই
ব্যাটসম্যান বলছে বোলারকে, ‘একটা সাহায্য করবে প্লিজ? দর্শক সারিতে বসে থাকা একজনের সঙ্গে আমি বাজি ধরেছি, তোমার বলে আমি ছক্কা মারব। আমাকে একটা সহজ বল করো, যেন আমি বাজিতে জিততে পারি।’
বোলার কথামতো একটা সহজ বল করল। ব্যাটসম্যানও ছক্কা হাঁকাল।
এদিকে ব্যাট ঘুরিয়েই প্যাভিলিয়নের দিকে ছুটছে ব্যাটসম্যান। বোলার বলল, ‘তুমি তো আউট হওনি। তাহলে প্যাভিলিয়নের দিকে যাচ্ছ কেন?’
ব্যাটসম্যান: যে ব্যাটার সঙ্গে বাজি ধরেছিলাম, আগে তার কাছ থেকে টাকাটা বুঝে নিই!

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭