ইনসাইড বাংলাদেশ

গণতন্ত্র সূচকে এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/01/2019


Thumbnail

গণতন্ত্র সূচকে গেল বছরের থেকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে এ কথা জানা যায়। এই সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৮৮তম।

নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচটি মানদণ্ডে সূচক তৈরি করে যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানটি। গেল বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিলে ৯২তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও আফগানিস্তান এই সূচকে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে।

প্রতিবেদনে যুক্তরাজ্য ও জার্মানি পূর্ণ গণতন্ত্রের তালিকায় থাকলেও, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের স্থান হয়েছে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্রের’দেশের তালিকায়। গতবারের মতোই এবারো শীর্ষে নরওয়ে।

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭