ইনসাইড বাংলাদেশ

এবার পায়ে হেঁটে অফিসে গেলেন পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/01/2019


Thumbnail

সম্প্রতি মোটরবাইকে হেলমেটবিহীন আরোহী হয়ে সমালোচনা মুখে পড়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে তিনি আজ আর সেই ভুলটি করেননি। যানজট থাকায় এবার পায়ে হেঁটেই অফিসে গেলেন পলক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাস্তায় তীব্র যানজট এড়াতে পায়ে হেঁটেই রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যান তিনি।

প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে প্রতিমন্ত্রীর সেই ছবি ও ভিডিও পোস্ট করেন। যা এখন ভাইরাল হয়েছে। নাজমুল হক বকুল ফেসবুকে লেখেন, ‘সমালোচনার করার জন্য আপনাদের একটা হেলমেটবিহীন ছবিই যথেষ্ট, যদিও ফিরতি পথে তিনি ঠিকই হেলমেট জোগাড় করে পড়েছিলেন সেটা আপনাদের কাছে বিবেচ্য নয়। মানুষটা আপনাদের সমালোচনাকে শ্রদ্ধা করেন।’

তিনি আরো লেখেন, ‘ঢাকা শহরের জ্যাম রাতারাতি দূর করা সম্ভব না। অফিসে নির্ধারিত সময়ে পৌঁছানোর দায়বদ্ধতা আছে। উনি রাজপথ এবং তৃণমূল থেকে এই পর্যন্ত এসেছেন, কিন্তু কখনই নিজেকে শেকড় থেকে বিচ্ছিন্ন করেননি৷’

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দ্রুত যেতে মোটরসাইকেলে উঠেন প্রতিমন্ত্রী। সে সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে সেই ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে।’ তবে আইনপ্রণেতা হয়েও হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭